প্রশ্ন : আমি আমার পিতার সঙ্গে একসাথে ব্যবসা করি। ব্যবসায় আমার কোনো মূলধন ছিল না। মূলধন পুরোটা আমার পিতারই ছিল। কিন্তু আমিও তাঁর সঙ্গে ব্যবসা পরিচালনা করতাম। যদিও নিয়মতান্ত্রিক কোনো ব্যবসায়িক চুক্তিও আমাদের মাঝে ছিল না। এখন এই ব্যবসা থেকে অর্জিত টাকায় জমি কেনা হয়েছে। এই জমির মালিকানায় কি আমার কোনো অংশ আছে? আমার পিতার ভাষ্যমতে এতে আমার কোনো অধিকার নেই। এ ব্যাপারে শরিয়ত কী বলে?
উত্তর : বিসমিল্লাহির রাহমানির রাহীম।
পিতা ও পুত্র একসঙ্গে ব্যবসা করলে ব্যবসা থেকে অর্জিত মুনাফার মালিকানা নির্ধারণের ক্ষেত্রে শরিয়তের মূলনীতি হলো—
যদি পিতা ও পুত্রের মধ্যে পূর্ব থেকে কোনো চুক্তি হয়ে থাকে, তাহলে সেই চুক্তি অনুযায়ী উভয়ের মধ্যে মুনাফা বণ্টিত হবে। যদি কোনো চুক্তি না থাকে, তবে উভয়ের মূলধন থাকলে মূলধন অনুপাতে মুনাফা বণ্টন হবে।
আর যদি ব্যবসায় পুত্রের কোনো মূলধন না থাকে এবং মুনাফা বণ্টন সংক্রান্ত কোনো চুক্তিও না হয়ে থাকে, তবে দেখতে হবে পুত্র পিতার পোষ্যবর্গের অন্তর্ভুক্ত কিনা— পুত্র পিতার পোষ্যবর্গের অন্তর্ভুক্ত হলে পুরো মুনাফা পিতার প্রাপ্য হবে, পুত্র কিছুই লাভ করবে না। এ ক্ষেত্রে পুত্রকে কেবল পিতার সহযোগী গণ্য করা হবে। একইভাবে পুত্র পিতার পোষ্যবর্গের অন্তর্ভুক্ত না হলেও মুনাফা পিতার প্রাপ্য হবে, তবে পুত্র পিতার কাছ থেকে উজরাতুল মিছল তথা ন্যায্য পারিশ্রমিক দাবি করার অধিকার লাভ করবে।
প্রশ্নের বর্ণনা অনুসারে যেহেতু ব্যবসায় আপনার কোনো মূলধন ছিল না এবং পিতার সঙ্গে আপনার কোনো চুক্তিও হয়নি, তাই পিতাই ব্যবসা থেকে অর্জিত মুনাফা এবং সে অর্থে কেনা জমির মালিক হবেন। জমির মালিকানায় আপনার কোনো অংশ সাব্যস্ত হবে না। তবে পিতার পোষ্যবর্গের অন্তর্ভুক্ত না হলে আপনি প্রদত্ত শ্রমের বিনিময়ে পিতা থেকে ন্যায্য পারিশ্রমিক নিতে পারবেন।
সূত্র : আল-ফাতাওয়াল হামিদিয়্যা, ১/১৭; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ২/৩২৯; রাদ্দুল মুহতার, ৪/৩২৬; মাজাল্লাতুল আহকাম, ১৩৯৮
১২২ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২১৮ টি প্রশ্ন আছে
২৪ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
৩৩ টি প্রশ্ন আছে
৫৮ টি প্রশ্ন আছে
৬৪ টি প্রশ্ন আছে
১৪১ টি প্রশ্ন আছে
২২০ টি প্রশ্ন আছে
৮৫ টি প্রশ্ন আছে