প্রশ্ন : আমার মুখের ডান পাশে জন্মগতভাবে একটি বড় কালো দাগ আছে, যা দেখতে টিপের মতো দীর্ঘ ও স্পষ্ট। এটি আমার জন্য মানসিক অস্বস্তির কারণ হয়। জানতে চাই—এই জন্মদাগ লেজার ট্রিটমেন্ট বা অপারেশনের মাধ্যমে অপসারণ করা কি শরিয়তসম্মত? এতে কি কোনো গুনাহ হবে?
উত্তর : বিসমিল্লাহির রাহমানির রাহীম।
নিছক সৌন্দর্যবর্ধনের জন্য শরীরের স্বাভাবিক সৃষ্টির পরিবর্তন যা হারাম ও কবিরা গুনাহ। হাদিসের ভাষ্যমতে এটা অভিসম্পাতযোগ্য কাজ। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْوَاشِمَاتِ، وَالْمُتَفَلِّجَاتِ، وَالْمُتَنَمِّصَاتِ، وَالْمُغَيِّرَاتِ خَلْقَ اللهِ
অর্থ : রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিসম্পাত করেছেন ওই নারীদের ওপর, যারা উল্কি অঙ্কন করে অথবা ভ্রুয়ের লোম তোলে অথবা দাতের মাঝে ফাঁক সৃষ্টি করে এবং এভাবে আল্লাহর সৃষ্টির পরিবর্তন সাধন করে। [সুনানুন নাসায়ি, ৫২৫৩]
তবে শরীরের গঠন জন্মগতভাবে অস্বাভাবিক ত্রুটিযুক্ত হলে কিংবা দুর্ঘটনাজনিত কারণে ত্রুটি সষ্টি হলে সার্জারির মাধ্যমে উক্ত ত্রুটির দূরীকরণ জায়েয। এটা 'আল্লাহর সৃষ্টির পরিবর্তন' বলে গণ্য হবে না এবং এর কারণে গুনাহও হবে না। হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ আল-ফাতাওয়াল হিন্দিয়্যায় এসেছে—
من له سلعة زائدة يريد قطعها إن كان الغالب الهلاك فلا يفعل وإلا فلا بأس به
অর্থাৎ, যদি কারও শরীরে অতিরিক্ত মাংসগ্রন্থি থাকে এবং সে তা কেটে ফেলতে চায়, তবে প্রাণহানি (বা বড় ধরনের ক্ষতি)-এর প্রবল আশঙ্কা না থাকলে তা কাটতে কোনো সমস্যা নেই।
আর বলা বাহুল্য যে, মুখে টিপের মতো লম্বা কালো জন্মদাগ স্বাভাবিক কোনো বিষয় নয়, বরং এটা শারীরিক ত্রুটির আওতায়ই পড়ে।
অতএব, আপনি চাইলে অপারশন বা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে উক্ত কালো দাগটি অপসারণ করতে পারেন। এতে কোনো গুনাহ হবে না।
আরও দ্রষ্টব্য, শারহুন নাবাবি, ১৪/১০৭; বাযলুল মাজহুদ, ১২/১৯৭; নাইলুল আওতার, ৬/২২৯; তাকমিলাতু ফাতহিল মুলহিম, ১০/১৬৯
১২২ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২১৭ টি প্রশ্ন আছে
২৪ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
৩৩ টি প্রশ্ন আছে
৫৮ টি প্রশ্ন আছে
৬৩ টি প্রশ্ন আছে
১৪১ টি প্রশ্ন আছে
২১৯ টি প্রশ্ন আছে
৮৪ টি প্রশ্ন আছে