প্রশ্ন : বিভিন্ন দোকানে দেখা যায়, দোকানদার বা বিক্রয়কর্মীরা পণ্য দেওয়ার সময় বলে দেন, “এখনই ভালোভাবে দেখে নিন; পরে কোনো ত্রুটি পেলে আমরা দায়ভার গ্রহণ করব না এবং পণ্য ফেরতও নেব না।” জানতে চাই, এ ধরনের শর্ত আরোপ করে পণ্য বিক্রয় করার শরয়ি বিধান কী?
উত্তর : বিসমিল্লাহির রাহমানির রাহীম
দায়মুক্তির শর্তে ক্রয়বিক্রয় করা জায়েয। এরূপ শর্তে ক্রয়বিক্রয় করলে পরবর্তীতে বিক্রীত পণ্যে কোনো সমস্যা দেখা দিলে বিক্রেতা তার দায়ভার বহন করবে না। ফকিহ আবুল লাইস সমরকন্দি রহ. বলেন,
رجل باع جارية بالبراءة من كل عيب جاز
অর্থাৎ, কেউ যদি সকল ত্রুটি থেকে দায়মুক্তির শর্তে কোনো দাসী বিক্রয় করে, তবে উক্ত ক্রয়বিক্রয় বৈধ হবে। [উয়ুনুল মাসায়িল, পৃ. ৪৪৮]
আল্লামা ইবনুল হুমাম রহ. বলেন,
البيع بشرط البراءة من كل عيب صحيح في الحيوان وغيره، ويبرأ البائع به من كل عيب قائم وقت البيع معلوم له أو غير معلوم.
অর্থাৎ, সকল দোষত্রুটি থেকে দায়মুক্তির শর্তে ক্রয়বিক্রয় করা শুদ্ধ। প্রাণী হোক বা অন্য কোনো পণ্য— সকল ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। এ শর্তের ফলে বিক্রয়কালে বিদ্যমান জ্ঞাত বা অজ্ঞাত সকল ত্রুটি থেকে বিক্রেতা দায়মুক্ত হয়ে যাবে। [ফাতহুল কাদির, ৬/৩৯৭]
অতএব, প্রশ্নোক্ত পদ্ধতিতে পণ্য বিক্রয় করা জায়েয। ক্রেতা উক্ত শর্ত মেনে ক্রয় করলে পরবর্তীতে কোনো সমস্যার কারণে পণ্য ফেরত দেওয়ার কিংবা ক্ষতিপূরণ দাবি করার অধিকার লাভ করবে না।
আরও দ্রষ্টব্য, বাদায়িউস সানায়ি, ৫/১৭২; দুরারুল হুক্কাম, ২/১৬৭; ফাতহু বাবিল ইনায়া, ২/২৩৯
১২২ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২১৪ টি প্রশ্ন আছে
২৪ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
৩১ টি প্রশ্ন আছে
৫৮ টি প্রশ্ন আছে
৬৩ টি প্রশ্ন আছে
১৪১ টি প্রশ্ন আছে
২১৭ টি প্রশ্ন আছে
৮৩ টি প্রশ্ন আছে