প্রশ্ন : আমার ২৫ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী। দৈনন্দিন কাজকর্ম, যেমন : খাওয়া, ঘুম, টয়লেট নিজে নিজে করতে পারে। কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ব। ছোট শিশুদের মতো আচরণ করে। যেমন নামাজ পড়তে হবে, এটা জানে। কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকায়। এছাড়া টাকা গোনা, সময় দেখা, এগুলো পারে না। নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না, আমরা জানি না। আমার স্ত্রীর কি তার সাথে পর্দা করতে হবে?
উত্তর : বিসমিল্লাহির রাহমানির রাহীম
পর্দার বিধানের সম্পর্ক প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে। যদি কেউ প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সাধারণ অবস্থায় তার ক্ষেত্রে পর্দার বিধান প্রযোজ্য হবে। কারণ, তার বয়সই প্রমাণ করে, তার মধ্যে যৌন বাসনা রয়েছে।
তবে হ্যাঁ, এ বয়সে উপনীত কারো ব্যাপারে যদি নিশ্চিতভাবে জানা যায়, তার মধ্যে কোনো ধরনের যৌন-বাসনা নেই, তাহলে সেক্ষেত্রে পর্দার বিধান প্রযোজ্য হবে না। যাদের সাথে পর্দার বিধান নেই, তাদের তালিকা উল্লেখ করতে গিয়ে এ ব্যাপারে কুরআনুল কারিমে বলা হয়েছে,
أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الإرْبَةِ مِنَ الرِّجَالِ
অর্থ : এবং পুরুষদের মধ্যে যৌন কামনা-রহিত পুরুষ। [সূরা নুর, ৩১]
আপনার বুদ্ধি প্রতিবন্ধী ভাইকে উপর্যুক্ত বিধানের আওতাভুক্ত করতে হলে তার যৌনকামনা মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে হবে। যেহেতু তার যৌন-কামনার বিষয়টি আপনারা নিশ্চিতভাবে জানেন না, তাই তার ক্ষেত্রে পর্দার বিধান প্রযোজ্য হবে। এবং আপনার স্ত্রীর জন্য তার থেকে নিয়মমাফিক পর্দা করতে হবে। হ্যাঁ, যদি নিশ্চিতভাবে জানা যায়, নারীদের প্রতি সে কোনো আকর্ষণ অনুভব করে না, তাহলে তার সাথে পর্দার বিধান শিথিল। সেক্ষেত্রে আপনার স্ত্রীর জন্য তার সাথে পর্দা না করলেও চলবে।
আরও দ্রষ্টব্য, তাফসিরু ইবনি কাসির, সূরা নুর, ৩২; সুনানু আবি দাউদ, ৪১০৭; সহিহ মুসলিম, ২১৮১; ফাতহু বাবিল ইনায়া, ৩/১৬; আল-মুহিতুল বুরহানি, ৫/৩৮৩; আল-ইনায়া, ১০/৩৭
১২২ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২১৪ টি প্রশ্ন আছে
২৪ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
৩১ টি প্রশ্ন আছে
৫৮ টি প্রশ্ন আছে
৬৩ টি প্রশ্ন আছে
১৪১ টি প্রশ্ন আছে
২১৭ টি প্রশ্ন আছে
৮৩ টি প্রশ্ন আছে