প্রশ্ন : মুহতারাম, আমি একটি ফার্মেসির মালিক। আমরা বিভিন্ন কোম্পানি থেকে এই শর্তে ওষুধ ক্রয় করি যে, যে সব ওষুধ নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি হবে না, সেগুলো কোম্পানি ফেরত নেবে। আমার জানার বিষয় হলো, শরিয়তের দৃষ্টিতে এভাবে শর্তযুক্ত চুক্তি করা কি জায়েয হবে?
উত্তর : বিসমিল্লাহির রাহমানির রাহীম
ক্রেতা বা বিক্রেতার অতিরিক্ত সুবিধা অর্জিত হয়— বিক্রয় চুক্তিতে এমন শর্তারোপ করা জায়েয নয়। এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
لَا يَحِلُّ سَلَفٌ وَبَيْعٌ وَلَا شَرْطَانِ فِي بَيْعٍ.
অর্থ : ঋণ দেওয়ার শর্তে বিক্রয়চুক্তি জায়েয নয় এবং এক বিক্রয়চুক্তির মধ্যে দুই শর্ত জায়েয নয়। [সুনানু আবি দাউদ, ৩৫০৪]
হাফেয বদরুদ্দিন আইনি রহ. এ হাদিসের ব্যাখ্যায় বলেন, স্বয়ং বিক্রয়চুক্তি একটা শর্ত। যখন বিক্রয়চুক্তির মধ্যে আরও কোনো শর্তারোপ করা হয়, তখন সেখানে দুটি শর্ত সৃষ্টি হয়। আর এটা নিষিদ্ধ। [উমদাতুল কারি, ৪/২২৬]
তবে ফকিহগণ কিছু শর্তারোপকে ব্যতিক্রম আখ্যা দিয়ে জায়েয বলেছেন। তন্মধ্যে একটা হলো, এমন শর্তারোপ করা, সমাজে যার ব্যাপক প্রচলন রয়েছে। প্রসিদ্ধ হানাফি ফকিহ আলাউদ্দিন ইবনে আবেদিন রহ. বলেন,
البيع بشرط متعارف بين الناس في البلد صحيح، والشرط معتبر.
অর্থাৎ শহরের মানুষের মাঝে প্রচলিত— এমন শর্তারোপ করে ক্রয়বিক্রয় করা জায়েয হবে এবং উক্ত শর্ত গ্রহণযোগ্য বিবেচিত হবে। [তাকমিলাতু রাদ্দিল মুহতার, ৮/১১৮]
আর বর্তমানে আমাদের সমাজে পণ্য বিক্রি করতে না পারলে সরবরাহকারী পক্ষকে ফেরত দেওয়ার ব্যাপক প্রচলন রয়েছে। তাই বিক্রয়চুক্তির ক্ষেত্রে এরূপ শর্তারোপ করার অবকাশ রয়েছে।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে অবিক্রীত ওষুধ ফেরত নেওয়ার শর্তে ক্রয়বিক্রয় করা জায়েয হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রয় না হলে সরবরাহকারী কোম্পানি ওষুধ ফেরত নিকে বাধ্য থাকবে।
আরও দ্রষ্টব্য, বাদায়িউস সানায়ি, ৫/১৬৯; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ৩/৩; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, পৃ. ১১৩; দুরারুল হুককাম, ১/১৫৯
১২২ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২১৪ টি প্রশ্ন আছে
২৪ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
৩১ টি প্রশ্ন আছে
৫৮ টি প্রশ্ন আছে
৬৩ টি প্রশ্ন আছে
১৪১ টি প্রশ্ন আছে
২১৭ টি প্রশ্ন আছে
৮৩ টি প্রশ্ন আছে