প্রশ্ন : আমি জনৈক ব্যক্তির সঙ্গে ৫০ শতাংশ লাভে শেয়ারভিত্তিক ব্যবসায়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। মূলধনের ৬০ শতাংশ আমি দিয়েছি, আর সে দিয়েছে ৪০ শতাংশ। চুক্তি অনুযায়ী মৌসুম শেষে হিসাব করে লভ্যাংশ ভাগাভাগি করে নেওয়ার কথা। কিন্তু সে মৌসুম শেষ হওয়ার আগেই প্রতি মাসে আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে এবং বলছে, এভাবে প্রত্যেক মাসে দেবে, আর মৌসুম শেষে চূড়ান্ত হিসাবের সময় ৫০ শতাংশ লাভের বাকি অংশ পরিশোধ করবে। এভাবে মৌসুম শেষ হওয়ার আগে নিয়মিত টাকা দেওয়া শরিয়তসম্মত কি না?
উত্তর : দুই বা ততোধিক ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করা এবং নির্ধারিত অনুপাতে লাভ ভাগাভাগি করে নেওয়াকে শরিয়াহর পরিভাষায় শিরকাত বা অংশীদারত্বমূলক চুক্তি বলা হয়। লাভ শতাংশ হারে ভাগাভাগির শর্তে এ ধরনের চুক্তি জায়েয।
এ ধরনের ব্যবসায় চূড়ান্ত হিসাবের পর লভ্যাংশ ভাগাভাগি করে নেওয়াই নিয়ম। তবে চূড়ান্ত হিসাবের আগে লভ্যাংশের আদানপ্রদান করা এবং চূড়ান্ত হিসাব শেষে তা নিষ্পত্তি করে নেওয়াও জায়েয।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ব্যবসায়িক অংশীদার কর্তৃক প্রতি মাসে কিছু টাকা প্রদান করা এবং চূড়ান্ত হিসাবের পরে নিষ্পত্তি করে নেওয়া জায়েয হবে। সে ক্ষেত্রে চূড়ান্ত হিসাবের পরে পরিশোধিত অংশের চেয়ে লভ্যাংশ বেশি হলে আপনি অতিরিক্ত অংশ বুঝে নিতে পারবেন। আর লভ্যাংশের চেয়ে পরিশোধিত অংশ বেশি হলে অতিরিক্ত অংশ ফেরত দিতে হবে।
সূত্র : আল-মাআয়িরুশ শারইয়্যাহ, পৃ. ২৪০; বুহুস ফি কাযায়া ফিকহিয়্যা মুআসিরা, ১/৩৭৭
১২২ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২১৪ টি প্রশ্ন আছে
২৪ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
৩১ টি প্রশ্ন আছে
৫৮ টি প্রশ্ন আছে
৬৩ টি প্রশ্ন আছে
১৪১ টি প্রশ্ন আছে
২১৭ টি প্রশ্ন আছে
৮৩ টি প্রশ্ন আছে