logo

বিধবা নারী কি ইদ্দত চলাকালে প্রবাসে যেতে পারবে?

Asif Nawaz
হালাল-হারাম
১ সপ্তাহ আগে
২১

প্রশ্ন : মুহতারাম, আমার খালা সদ্য বিধবা একজন নারী। এখন তার ইদ্দত চলমান রয়েছে। স্বামীর বাড়িতেই তিনি ইদ্দত পালন করছেন। এখানে দেখাশোনার জন্য তার সন্তানরা আছেন। তবে তার এক ছেলে ও এক মেয়ে প্রবাসী। তিনি চাচ্ছেন যে, তার অবশিষ্ট ইদ্দত প্রবাসী ছেলেমেয়ের কাছে গিয়ে পালন করবেন। এটা কি তার জন্য জায়েয হবে? 


উত্তর : বিসমিল্লাহির রাহমানির রাহিম 

স্বামীর মৃত্যু হলে স্ত্রীর জন্য চার মাস দশ দিন ইদ্দত পালন করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, 

وَ الَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡكُمۡ وَ یَذَرُوۡنَ اَزۡوَاجًا یَّتَرَبَّصۡنَ بِاَنۡفُسِهِنَّ اَرۡبَعَۃَ اَشۡهُرٍ وَّ عَشۡرًا ۚ

অর্থ : তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে ও স্ত্রী রেখে যায়, তাদের সে স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে। [সুরা বাকারা, ২৩৪]

স্বামীর মৃত্যুকালে স্ত্রী যে ঘরে বাস করত, সে ঘরেই তাকে ইদ্দত পালন করতে হবে। সে ঘর ছেড়ে অন্য কোথাও গিয়ে বাস করা বা রাত্রিযাপন করা জায়েয নয়। ফুরাইআ বিনতে মালেক রা. থেকে বর্ণিত, যখন তার স্বামী মারা যান, তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পরিবারের কাছে গিয়ে ইদ্দত পালন করার অনুমতি চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, 

امْكُثِي فِي بَيْتِكِ الَّذِي جَاءَ فِيهِ نَعْيُ زَوْجِكِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ

অর্থ : যে ঘরে বসবাসকালে তোমার নিকট স্বামীর মৃত্যুসংবাদ পৌঁছেছে, (ইদ্দতপালনের) নির্দিষ্ট বিধান সমাপ্তিতে পৌঁছার আগ পর্যন্ত সে ঘরেই অবস্থান করো। [সুনানু ইবনি মাজাহ, ২০৩১]

আর ইদ্দত পালনকালে সফর করারও অনুমতি নেই। হজ ও উমরাহর মতো গুরুত্বপূর্ণ ইবাদত পালনের জন্য সফর করাও এ সময় নিষিদ্ধ। এ কারণেই ইদ্দত পালনকালে কেউ হজ বা উমরার উদ্দেশে বের হলে খলিফা উমর ইবনুল খাত্তাব রা. তাকে ফেরত পাঠাতেন। তাবেয়ি সাঈদ ইবনুল মুসায়্যিব রহ. বলেন, কিছু নারী ইদ্দতের মধ্যে হজের উদ্দেশে বের হলে উমর ইবনুল খাত্তাব রা. তাদেরকে ঘরে ফেরত পাঠান। [শারহু মাআনিল আসার, ৪৫৮২]

অবশ্য যদি বিশেষ কারণে ইদ্দত পালনকালে অন্য কোথাও স্থানান্তরিত হওয়া কিংবা সফর করা অপরিহার্য হয়ে পড়ে, তবে সে ক্ষেত্রে স্থানান্তর বা সফরের অনুমতি রয়েছে। 

মোটকথা, স্বামীর মৃত্যুকালে স্ত্রী যে ঘরে বাস করত, সে ঘরেই তাকে ইদ্দত পালন করতে হয়। নিরুপায় না হলে সে ঘর ছেড়ে অন্য কোথাও রাত্রিযাপন করা বা প্রবাসে গমন করা জায়েয নয়। 

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার খালার স্বামীর ঘরে ইদ্দত পালন করার সুযোগ রয়েছে, তাই ইদ্দত পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে স্বামীর ঘরেই থাকতে হবে। ইদ্দত পূর্ণ হওয়ার আগে প্রবাসে যাওয়া তার জন্য জায়েয হবে না।

আরও দ্রষ্টব্য, মুসান্নাফে আবদুর রাজ্জাক, ১২৯৪২; আল-মুহিতুল বুরহানি, ৩/৪৬৬; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/৫৩৫; রাদ্দুল মুহতার, ৩/৫৩৬

 


একই প্রশ্ন আপনার বন্ধু-প্রিয়জনদের থাকতে পারে,
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তরটি শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ায় অংশ নিন

বিভাগসমূহ

ঈমান ও আকায়েদ

১২২ টি প্রশ্ন আছে

কুরআনুল কারীম

৬০ টি প্রশ্ন আছে

হাদীস ও সুন্নাহ

১২১ টি প্রশ্ন আছে

পবিত্রতা ও সালাত

২১২ টি প্রশ্ন আছে

যাকাত ও সাদাকাহ

২৪ টি প্রশ্ন আছে

সিয়াম/রামাদান

৭৯ টি প্রশ্ন আছে

হাজ্জ ও উমরাহ

৩০ টি প্রশ্ন আছে

কুরবানী ও আকীকা

৫৮ টি প্রশ্ন আছে

ব্যবসা-বাণিজ্য ও লেনদেন

৫৯ টি প্রশ্ন আছে

আখলাক ও ইসলামী শিষ্টাচার

১৪১ টি প্রশ্ন আছে

হালাল-হারাম

২১৫ টি প্রশ্ন আছে

বিবাহ ও তালাক

৮২ টি প্রশ্ন আছে

ফেসবুক পাতা

নিয়মিত ইসলামিক তথ্য পেতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংযুক্ত থাকুন