প্রশ্ন : আমার বাবা ওসিয়ত করে গিয়েছিলেন যে, আমরা যেন তাঁর মৃত্যুর পর আমাদের গ্রামের মাদরাসায় তার পক্ষ থেকে দুই বিঘা জমি দান করি। কিন্তু আমাদের সেই মাদরাসাটি এখন বন্ধ হয়ে গিয়েছে। ভবিষ্যতেও চালু হওয়ার সম্ভাবনা নেই। এখন আমাদের কী করণীয়? আমরা যদি অন্য কোনো মাদরাসায় দান করি, তাহলে কি বাবার ওসিয়তের দায়িত্ব আদায় হবে?
উত্তর : বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইসলামে ওসিয়ত পালনের গুরুত্ব অপরিসীম। ওসিয়ত পালনের ক্ষেত্রে অসিয়তকারীর নির্দেশের অনুসরণ করা জরুরি। ওসিয়তকারী যে খাতের জন্য অসিয়ত করেছেন, সে খাতেই ওসিয়তকৃত সম্পত্তি ব্যয় করতে হবে। অসিয়তকারীর নির্দেশ উপেক্ষা করে ভিন্ন কোনো খাতে ওসিয়তকৃত সম্পত্তি ব্যয় করা জায়েয নয়। আল্লাহ তাআলা বলেন,
فَمَنۢ بَدَّلَهُۥ بَعۡدَ مَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثۡمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُ
অর্থ : সুতরাং কেউ যদি ওসিয়ত শোনার পর তা (বাস্তবায়নে) রদ-বদল করে, তবে এর গুনাহ তাদের ওপরই বর্তাবে, যারা তা পরিবর্তন করে। [সুরা বাকারা, ১৮১]
এ আয়াত থেকে প্রমাণিত হয় যে, ওসিয়তকারীর ওসিয়ত অপরিবর্তিতরূপে পালন করা জরুরি। ওসিয়তের মধ্যে কোনো ধরনের পরিবর্তন জায়েয নয়।
অবশ্য ওসিয়তকারী কর্তৃক নির্ধারিত খাত যদি বিলুপ্ত হয়ে যায়, তবে সমশ্রেণির অন্য কোনো খাতে ওসিয়তকৃত সম্পত্তি ব্যয় করা যাবে। আরব বিশ্বের খ্যাতনামা ফকিহ আল্লামা ওয়াহবা যুহাইলি বলেন,
تصح الوصية لجهة معينة من جهات البر ستوجد في المستقبل، فإن تعذر وجودها صرفت الوصية إلى أقرب مجانس لتلك الجهة
অর্থাৎ ভবিষ্যতে অস্তিত্বে লাভ করবে— পুণ্যকর্মের এমন সুনির্দিষ্ট কোনো খাতের জন্য ওসিয়ত করা জায়েয। আর যদি উক্ত খাতের অস্তিত্ব লাভ অসম্ভব হয়ে পড়ে, তবে ওসিয়তকৃত জিনিস সমশ্রেণির কোনো খাতে ব্যয় করা হবে। [আল-ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহ, ১০/৭৪৬]অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবা যে মাদরাসার জন্য ওসিয়ত করেছেন, সেটা যদি বন্ধ হয়ে যায় এবং ভবিষ্যতেও চালু হওয়ার সম্ভাবনা না থাকে, তবে ওসিয়তকৃত জমি অন্য কোনো মাদরাসায় দিয়ে দিলেও ওসিয়ত পালন হয়ে যাবে।
আরও দ্রষ্টব্য, তাফসিরুল উসাইমিন, ২/৩১১; রাদ্দুল মুহতার, ৪/৩৫৯; আল-মাউসুআতুল ফিকহিয়্যা, ৩৯/৩৩১
১২২ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২১২ টি প্রশ্ন আছে
২৪ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
৩০ টি প্রশ্ন আছে
৫৮ টি প্রশ্ন আছে
৫৮ টি প্রশ্ন আছে
১৪১ টি প্রশ্ন আছে
২১৫ টি প্রশ্ন আছে
৮২ টি প্রশ্ন আছে