logo

আরাফা থেকে মুযদালিফায় যাওয়ার জন্য সূর্যাস্তের আগে গাড়িতে ওঠা কি জায়েয?

Asif Nawaz
হাজ্জ ও উমরাহ
৩ সপ্তাহ আগে
২১

প্রশ্ন : মুহতারাম, আমরা জানি যে, হজ পালনকালে হাজিদেরকে আরাফার ময়দানে অবস্থান করতে হয় এবং অবস্থান শেষে মুযদালিফার উদ্দেশ্যে রওনা করতে হয়। মুযদালিফায় রওনা করার সময় অনেক ভিড় হয়ে থাকে। এই ভিড় এড়ানোর জন্য অনেকেই সূর্য ডোবার আগে গাড়িতে উঠে প্রস্তুত হয়ে থাকে। এরপর যখন সূর্য ডুবে যায়, তখন গাড়ি আরাফা থেকে মুযদালিফার উদ্দেশে রওনা করে। আমার জানার বিষয় এমন করা কি জায়েয হবে? 

উত্তর : আরাফার ময়দানে দিনের বেলায় অবস্থান করলে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা সংখ্যাগরিষ্ঠ ইমামের মতে ওয়াজিব। সূর্যাস্তের পর আরাফা থেকে মুযদালিফার উদ্দেশে রওনা করতে হবে। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনই করেছেন। 

উসামা ইবনে যায়েদ রা. বলেন, আরাফার দিন সন্ধ্যায় আমি বাহনে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে বসা ছিলাম। তিনি সূর্যাস্তের পর মুযদালিফার উদ্দেশে রওনা করেছেন। [মুসনাদে আহমাদ, ২১৭৬১]

অতএব, আরাফায় সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে। সূর্যাস্তের আগে আরাফা ত্যাগ করার সুযোগ নেই। কেউ সূর্যাস্তের আগে আরাফা ত্যাগ করে থাকলে তাকে ফিরে এসে রাতের এক মুহূর্ত হলেও আরাফায় অবস্থান করতে হবে। অন্যথায় ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে দম ওয়াজিব হবে। 

তবে ভিড়ের আশঙ্কায় কেউ যদি সূর্যাস্তের আগে রওনা করে, কিন্তু সূর্যাস্তের পর আরাফার সীমানা ত্যাগ করে, তবে তা জায়েয হবে কিনা— এ নিয়ে বিতর্ক রয়েছে। অনেক আরব আলেম এটাকেও নাজায়েয বলে থাকেন। কিন্তু বিশুদ্ধতম মত হলো, যদি ভিড় বা অন্য কোনো সমস্যার কারণে সূর্যাস্তের আগে মুযদালিফার উদ্দেশে বের হয়, কিন্তু সূর্যাস্তের পরে আরাফার সীমানা ত্যাগ করে, তবে তা নাজায়েয হবে না। প্রসিদ্ধ ফকিহ আল্লামা কাসানি রহ. বলেন,

فإن ‌دفع ‌منها ‌قبل ‌غروب ‌الشمس فإن جاوز عرفة بعد الغروب فلا شيء عليه؛ لأنه ما ترك الواجب، وإن جاوزها قبل الغروب فعليه دم عندنا لتركه الواجب فيجب عليه الدم كما لو ترك غيره من الواجبات

অর্থাৎ যদি কেউ সূর্যাস্তের আগে আরাফা থেকে রওনা করে এবং সূর্যাস্তের পরে আরাফার ময়দান ত্যাগ করে, তবে তার ওপর কোনো কিছু আরোপিত হবে না। কেননা সে ওয়াজিব বর্জন করেনি। তবে সূর্যাস্তের আগে আরাফা ত্যাগ করলে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে তার ওপর দম ওয়াজিব হবে, যেমন অন্যান্য ওয়াজিব ছেড়ে দেওয়ার ক্ষেত্রে হয়ে থাকে। [বাদায়িউস সানায়ি, ২/১২৭]

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে কেউ যদি ভিড় এড়ানোর জন্য সূর্যাস্তের আগে বাসে চড়ে বসে, আর বাস সূর্যাস্তের পরে আরাফা থেকে মুযদালিফার উদ্দেশে ছেড়ে যায়, তবে তা নাজায়েয হবে না। অবশ্য সূর্যাস্ত পর্যন্ত স্বাভাবিকভাবে আরাফায় অবস্থান করা এবং সূর্যাস্তের পর মুযদালিফার উদ্দেশে রওনা করা অধিক উত্তম। 

আরও দ্রষ্টব্য, তুহাতুল ফুকাহা, ১/৪০৫; বাদায়িউস সানায়ি, ২/১৫৪; আন-নিহায়া, ৬/৮৪; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/২৩০; আল-বাহরুল আমিক, পৃ. ১৫১৫; গুনইয়াতুন নাসিক, পৃ. ২৫৪-২৫৫

 


একই প্রশ্ন আপনার বন্ধু-প্রিয়জনদের থাকতে পারে,
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তরটি শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ায় অংশ নিন

বিভাগসমূহ

ঈমান ও আকায়েদ

১২২ টি প্রশ্ন আছে

কুরআনুল কারীম

৬০ টি প্রশ্ন আছে

হাদীস ও সুন্নাহ

১২১ টি প্রশ্ন আছে

পবিত্রতা ও সালাত

২১১ টি প্রশ্ন আছে

যাকাত ও সাদাকাহ

২৩ টি প্রশ্ন আছে

সিয়াম/রামাদান

৭৯ টি প্রশ্ন আছে

হাজ্জ ও উমরাহ

২৯ টি প্রশ্ন আছে

কুরবানী ও আকীকা

৫৭ টি প্রশ্ন আছে

ব্যবসা-বাণিজ্য ও লেনদেন

৫৪ টি প্রশ্ন আছে

আখলাক ও ইসলামী শিষ্টাচার

১৩৭ টি প্রশ্ন আছে

হালাল-হারাম

২০৩ টি প্রশ্ন আছে

বিবাহ ও তালাক

৮১ টি প্রশ্ন আছে

ফেসবুক পাতা

নিয়মিত ইসলামিক তথ্য পেতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংযুক্ত থাকুন