প্রশ্ন : আমি নফল সালাতের নিয়তে তাকবির বলে হাত বাঁধলাম। হঠাৎ মনে পড়ল, আমার ওপর এক ওয়াক্ত কাযা সালাত বাকি আছে। তাই মনে মনে নিয়ত পরিবর্তন করে কাযা সালাত আদায় করে ফেললাম। কাযা সালাত শুরু করার জন্য আলাদা কোনো তাকবিরে বলিনি, বরং শুধুমাত্র মনে মনে নিয়ত পরিবর্তন করেছি। এখন আমার জানার বিষয় হলো, প্রশ্নোক্ত অবস্থায় আমার কাযা সালাত কি আদায় হয়েছে?
উত্তর : কোনো সালাত শুরু করার পর শুধুমাত্র নিয়ত পরিবর্তন করলে তা অন্য সালাতে পরিবর্তিত হয় না, বরং নিয়ত পরিবর্তন করার পাশাপাশি তাকবিরে তাহরিমা বলে ওই সালাত শুরু করতে হয়। প্রসিদ্ধ ফকিহ ইবনে আবিদিন রহ. বলেন,
ولا تبطل بنية القطع) وكذا بنية الانتقال إلى غيرها (ما لم يكبر بنية مغايرة))
অর্থাৎ সালাত ভেঙে ফেলার নিয়ত করলে, একইভাবে এক সালাত থেকে অপর সালাতে স্থানান্তরিত হওয়ার নিয়ত করলে প্রথম সালাত বাতিল হয় না, যতক্ষণ না ভিন্ন সালাতের নিয়তে তাকবির না বলা হয়। [রাদ্দুল মুহতার, ১/৪৪১]
আর প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু শুধুমাত্র নিয়ত পরিবর্তন করেছেন, তাকবিরে তাহরিমা বলে কাযা সালাত শুরু করেননি, তাই আপনার কাযা সালাত আদায় হয়নি, বরং নফল সালাত আদায় হয়েছে। তাই কাযা সালাত আপনাকে পুনরায় আদায় করতে হবে।
উল্লেখ্য, নফল সালাত শুরু করলে পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। তাই নফল সালাত শুরু করে ফেললে তা পূর্ণ করেই অন্যান্য সালাত আদায় করা উচিত।
আরও দ্রষ্টব্য, আদ-দুররুল মুখতার, পৃ. ৬২; মারাকিল ফালাহ, পৃ. ১২৩; হাশিয়াতুত তাহতাবি, পৃ. ৩৩৪
১২২ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২১১ টি প্রশ্ন আছে
২৩ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৮ টি প্রশ্ন আছে
৫৭ টি প্রশ্ন আছে
৫৪ টি প্রশ্ন আছে
১৩৫ টি প্রশ্ন আছে
১৯৯ টি প্রশ্ন আছে
৮০ টি প্রশ্ন আছে