প্রশ্ন : অনেক ঐতিহাসিক মসজিদ মুসলিম-অমুসলিম সকলের জন্য উন্মুক্ত থাকে। সেসব মসজিদে ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিদর্শনের জন্য অমুসলিমরাও প্রবেশ করে। এভাবে মসজিদে অমুসলিমদের প্রবেশাধিকার দেওয়ার বিধান কী?
উত্তর : অমুসলিমদেরকে মসজিদে প্রবেশ করার সুযোগ দেওয়া জায়েয। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তাদেরকে মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হতো। নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনি সাকিফ গোত্রের মুশরিক প্রতিনিধিদলকে মসজিদে নববিতে রাখার ব্যবস্থা করেছেন। [সুনানু ইবনি মাজাহ, ১৭৬০]
এ ছাড়াও তিনি কতক মুশরিক যুদ্ধবন্দিকে মসজিদে রাখার নির্দেশ দিয়েছেন। [সহিহ বুখারি, ৪৬২]
সুতরাং অমুসলিমদেরকে মসজিদে প্রবেশ করার সুযোগ দেওয়া মৌলিকভাবে জায়েয। তাই কোনো ঐতিহাসিক মসজিদে অমুসলিম পর্যটকদের প্রবেশাধিকার দিতে সমস্যা নেই। বরং ইসলামকে বোঝা, খতিবদের খুতবা ইত্যাদি শোনা এবং মুসলিমদের কৃষ্টি-কালচার কাছ থেকে দেখে উপলব্ধি করার উদ্দেশ্যে এমন সুযোগ দেওয়া ভালো ও প্রশংসনীয়।
তবে মনে রাখতে হবে যে, মসজিদ পর্যটনকেন্দ্র নয়, বরং আল্লাহর সম্মানিত ঘর। মসজিদের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা আবশ্যক। তাই অমুসলিম পর্যটকদের প্রবেশের ফলে যেন মসজিদের মর্যাদা ও ধর্মীয় আবহ নষ্ট না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরও দ্রষ্টব্য, আল-মুজামুল কাবির, ৪৪৮; আল-বাহরুর রায়িক, ৮/২৩১; আল-ইখতিয়ার, ৪/১৬৬; ফাতাওয়াল লাজনাতিদ দায়িমা, ৬/২৮০
১২১ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০৯ টি প্রশ্ন আছে
২৩ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৮ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৫৪ টি প্রশ্ন আছে
১৩৪ টি প্রশ্ন আছে
১৯৮ টি প্রশ্ন আছে
৮০ টি প্রশ্ন আছে