প্রশ্ন : আমার স্বামীর চুল ও দাড়ি সাদা হয়ে যাচ্ছে, আমার দেখতে ভালো লাগে না। তাই আমি তাকে কালো রং দিতে বলি। এতে কি গুনাহ হবে?
উত্তর : চুল-দাড়ি সাদা হয়ে গেলে তাতে রং ব্যবহার করা জায়েয, বরং মুস্তাহাব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতে উৎসাহিত করেছেন। তবে নিরেট কালো রং ব্যবহার করা জায়েয নয়। নিরেট কালো রং ছাড়া অন্য যে কোনো রং ব্যবহার করা যাবে। নিরেট কালো রংয়ের ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফা রা.-কে নিয়ে আসা হলো। তখন তার চুল-দাঁড়ি ‘সাগামা’-এর মতো সাদা ছিল। এটা দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
غَيِّرُوا هَذَا بِشَىْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ.
অর্থ : এই শুভ্রতা কোনো কিছু দিয়ে পরিবর্তন করে দাও, তবে কালো রং বর্জন করবে। [সহিহ মুসলিম, ২১০২]
আরেক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
يَكُوْنُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لاَ يَرِيْحُوْنَ رَائِحَةَ الْجَنَّةِ.
অর্থ : শেষ যুগে এমন এক গোষ্ঠীর আভির্ভাব ঘটবে, যারা পায়রার ছাতির মতো কালো রংয়ের খেজাব ব্যবহার করবে। ওরা জান্নাতের ঘ্রাণও পাবে না। [সুনানু আবি দাউদ, ৪১৬৪]
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্বামী চুল-দাড়িতে রং ব্যবহার করতে পারবেন। তবে নিরেট কালো রং ব্যবহার করা জায়েয হবে না। অবশ্য তিনি চাইলে কালো রংয়ের সঙ্গে নিল বা অন্য কোনো রং মিশ্রিত করে ব্যবহার করতে পারেন।
আরও দ্রষ্টব্য, আল-মুহিতুল বুরহানি, ৫/৩৭৭; যাদুল মাআদ, ৪/৫৪৪; রাদ্দুল মুহতার, ৬/৭৫৬
১২১ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০৯ টি প্রশ্ন আছে
২৩ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৮ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৫৪ টি প্রশ্ন আছে
১৩৪ টি প্রশ্ন আছে
১৯৮ টি প্রশ্ন আছে
৮০ টি প্রশ্ন আছে