প্রশ্ন : আমার বয়স এখন উনিশ। আমার দাড়ি দুই মুষ্টির বেশি। আমি কি দাড়ি কাটতে বা ছাটতে পারি?
উত্তর : দাড়ি রাখা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। একাধিক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাড়ি রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন। আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন,
انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللُّحَى.
অর্থ : তোমরা গোঁফ অনেক ছোটো করো এবং দাড়ি লম্বা রাখো। [সহিহ বুখারি, ৫৫৫৪]
আরেক হাদিসে নবীজি সা. বলেন,
خُذُوْا مِنَ الشَّوَارِبِ وَأَعْفُوا اللُّحَى.
অর্থ : তোমরা গোঁফ কাটো এবং দাড়ি লম্বা রাখো। [মুসনাদে আহমাদ, ৯০২৬]
সুতরাং দাড়ি লম্বা রাখা ওয়াজিব। তবে দাড়ি কতটুকু লম্বা রাখতে হবে, এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় না। এ দৃষ্টিকোণ থেকে অনেক আলেম বলেছেন যে, দাড়ি যত বড়-ই হোক না কেন, তাকে আপন অবস্থায় ছেড়ে দিতে হবে, কোনো অংশ কাটা যাবে না।
তবে অনেক সাহাবি থেকে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটে ফেলার কথা বর্ণিত রয়েছে। নাফে রহ. বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা. যখন হজ বা উমরা করতেন, তখন তিনি তার দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু থাকত, তা কেটে ফেলতেন। [সহিহ বুখারি, ৫৮৯২]
পূর্বোক্ত হাদিসদ্বয়ের সঙ্গে এ হাদিস মেলালে বোঝা যায় যে, অন্তত এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা আবশ্যক। এক মুষ্টির অতিরিক্ত অংশ কেটে ফেলা জায়েয।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে এক মুষ্টি দাড়ি অবশ্যই রাখতে হবে। তবে এক মুষ্টির অতিরিক্ত অংশ চাইলে আপনি কেটে ফেলতে পারবেন।
আরও দ্রষ্টব্য, সহিহ মুসলিম, ২৫৯; ফাতহুল কাদির, ২/৩৪৮; তাবয়িনুল হাকায়িক, ১/৩৩২; রাদ্দুল মুহতার, ২/৪১৮
১২০ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০৪ টি প্রশ্ন আছে
২২ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৮ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৫৩ টি প্রশ্ন আছে
১৩৪ টি প্রশ্ন আছে
১৯০ টি প্রশ্ন আছে
৭৭ টি প্রশ্ন আছে