উত্তর : ইসলাম অমুসলিমদের সঙ্গে সৎ ও ন্যায়সংগত আচরণ করাকে অনুমোদন করে। আল্লাহ তাআলা বলেন,
لَا یَنۡهٰىکُمُ اللّٰهُ عَنِ الَّذِیۡنَ لَمۡ یُقَاتِلُوۡکُمۡ فِی الدِّیۡنِ وَ لَمۡ یُخۡرِجُوۡکُمۡ مِّنۡ دِیَارِکُمۡ اَنۡ تَبَرُّوۡهُمۡ وَ تُقۡسِطُوۡۤا اِلَیۡهِمۡ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ
অর্থ : ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি সদাচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণকারীদেরকে ভালোবাসেন।
[সুরা মুমতাহিনা : ৮]
আর কোনোকিছু খাওয়া বৈধ হওয়ার ক্ষেত্রে ওই বস্তুটি মুসলিমদের জন্য হালাল হওয়া বেশি গুরুত্বপূর্ণ; কোথায় খাওয়া হলো, তা বেশি গুরুত্বপূর্ণ নয়। যে খাবার মুসলিমদের জন্য হালাল, তা অমুসলিমদের ঘর থেকেও খাওয়ার অনুমতি রয়েছে। খোদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অমুসলিমদের ঘরে খাবার খেতেন। আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
إنَّ يَهُوْدِيًّا دَعَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خُبْزِ شَعِيْرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ، فَأَجَابَه.
অর্থ : জনৈক ইহুদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যবের রুটি ও বাসি চর্বি খাওয়ার দাওয়াত দিয়েছে আর নবীজি তার দাওয়াতে সাড়া দিয়েছেন। [মুসনাদে আহমাদ, ১৩৮৬০]
আরেক হাদিসে এসেছে,
إنّ يَهُوْدِيَّةً أتَتِ النَّبيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُوْمَةٍ، فأكَلَ مِنْهَا
অর্থ : জনৈক ইহুদি নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিষমিশ্রিত বকরির গোশত নিয়ে এসেছে এবং নবীজি সেখান থেকে কিছু অংশ থেকে খেয়েছেন। [সহীহ বুখারী, ২৬১৭; সহীহ মুসলিম, ৫৫৯৮]
অতএব, হিন্দুদের ঘরে খাবার খেতে কোনো সমস্যা নেই। তবে তাদের জবাইকৃত পশুর গোশত কিংবা দেবদেবীর নামে উৎসর্গীকৃত কোনো বস্তু খাওয়া যাবে না। এমনইভাবে কোনো খাবারের ব্যাপারে যদি নিশ্চিতরূপে জানা যায় কিংবা লক্ষণ দ্বারা প্রবল ধারণা হয় যে, তাতে হারাম বা অপবিত্র কোনোকিছুর সংমিশ্রণ রয়েছে, তবে সে খাবারও খাওয়া যাবে না।
সূত্র : সূরা মায়িদা, ০৩; সহিহ মুসলিম, 2190; আল-মুহিতুল বুরহানি, ৫/৩৬২; আল-মুগনি, ৭/২৭৮; আল-মাউসুআতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যাহ, ৪৫/২৪৩; ফাতাওয়াল লাজনাতিদ দায়িমা, ১০/৪৬৯
১২০ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০২ টি প্রশ্ন আছে
২১ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৭ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৪৭ টি প্রশ্ন আছে
১২৮ টি প্রশ্ন আছে
১৭৭ টি প্রশ্ন আছে
৭৬ টি প্রশ্ন আছে