উত্তর: বিবাহে নির্দিষ্ট কারও নামে প্রস্তাব করা হলে সে প্রস্তাবের বিপরীতে কবুল বললে প্রস্তাবকৃত ব্যক্তির উদ্দেশ্যেই কবুল বলা হয়েছে বলে ধর্তব্য হবে। মনে যাই থাকুক, মুখে কী বলা হয়েছে সেটাই আসল। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মামী যেহেতু মামার প্রস্তাবের বিপরীতে কবুল বলেছেন, তাই মামার সাথেই বিয়ে সংঘটিত হয়েছে।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
তিনটি বিষয় সত্যি সত্যি বললে যা হয়, কথার কথা হিসেবে বললেও তা-ই হয়। বিবাহ, তালাক ও তালাক প্রত্যাহার। (তিরমিযি: ১১৮৪; আবু দাউদ: ২১৯৪)
আল্লামা কাসানী রহ. (মৃত্যু: ৫৮৭ হি.) বলেন-
বিয়ে-তালাক সংঘটিত হওয়ার ক্ষেত্রে তা ইচ্ছাকৃত হওয়া শর্ত নয়; ফলে কথার কথা হিসেবে এবং খেলাচ্ছলে বললেও তা কার্যকর হয়ে যাবে। বাদায়েউস-সানায়ে’: (৩/১০০)
১২০ টি প্রশ্ন আছে
৬০ টি প্রশ্ন আছে
১২১ টি প্রশ্ন আছে
২০২ টি প্রশ্ন আছে
২১ টি প্রশ্ন আছে
৭৯ টি প্রশ্ন আছে
২৭ টি প্রশ্ন আছে
৫৬ টি প্রশ্ন আছে
৪৭ টি প্রশ্ন আছে
১২৮ টি প্রশ্ন আছে
১৭৭ টি প্রশ্ন আছে
৭৬ টি প্রশ্ন আছে